PUBLIC SERVICE COMMISSION, WEST BENGAL CLERKSHIP EXAMINATION,

 PUBLIC SERVICE COMMISSION, WEST BENGAL CLERKSHIP EXAMINATION, 

WBPSC Clerkship (Prelims)



মহাত্মা গাঁধী তাঁর অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন

(a) যুক্তরাজ্যে

(b) দক্ষিণ আফ্রিকায়

(d) জিম্বাবোয়েতে

(c) ভারতবর্ষে

উত্তর: (b) দক্ষিণ আফ্রিকায়

ব্যাখ্যাঃ নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনে গান্ধী প্রথম তাঁর অহিংসা শান্তি পূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন (1893-1914) 1894 সালে গান্ধী নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন এই সংগঠনের মাধ্যমে সেখানকার ভারতীয়দেরকে রাজনৈতিক ভাবে সংঘবদ্ধ করেন তিনি বলেন, “আইন না মানার কারণে তাদের উপর যে অত্যাচার করা হবে দরকার হলে তা মেনে নেবেন, কিন্তু আইন মানবেন না

মহাত্মা গাঁধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি

(a) 1947 সালে

(b) 1948 সালে

 (c) 1949 সালে

(d) 1950 সালে

উত্তর : (b) 1948 সালে

ব্যাখ্যা: মহাত্মাগান্ধীকে 1948 সালের 30শে জানুয়ারি নতুন দিল্লির একটি সুবৃহৎ প্রাসাদ, বিড়লা হাউসের প্রাঙ্গনে (এখন গান্ধীস্মৃতি) নাথুরাম গডসে হত্যা করেন

গৌতম বুদ্ধের জন্মস্থান হল

(a) কপিলাবস্তু (b) সারনাথ (c) বুদ্ধগয়া (d) লুম্বিনি

উত্তর : (a) কপিলাবস্তু

ব্যাখ্যা : গৌতমবুদ্ধ বাল্যনাম শুদ্ধোধন বা শুদ্ধোদন পালিতা মাতার নাম মায়াদেবী মহাপ্রজাপতি গৌতমী 563 BC বা মতান্তরে 566 BC বুদ্ধপূর্ণিমার দিন নেপালের লুম্বিনী বাগান, কপিলাবস্তু স্ত্রী- নাম গোপা বা যশোধরা পুত্রের নাম রাহুল বিভিন্ন নাম গৌতম, তথাগত শাক্যমুনি সিদ্ধার্থ নৈরঞ্জনা নদীর তীরে গয়ার কাছে উরু বিশ্ব নামক গ্রামের বর্তমান বোধগয়া সারনাথের মৃগদাব বাগানে পঞ্চভিক্ষুর কাছে দেহত্যাগ 483 BC বা মতান্তরে 486 BC তে পূর্ণিমার দিন

বিদ্যাসাগরের জন্মভূমিবীরসিংহগ্রাম

(a) হুগলী জেলায় (b) নদীয়া জেলায়

(c) পশ্চিম মেদিনীপুর জেলায় (d) হাওড়া জেলায়

উত্তর : (c) পশ্চিম মেদিনীপুর জেলায়

ব্যাখ্যা: 1820 খ্রিস্টাব্দের 26 সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্ম গ্রহণ করেন এই গ্রামটি বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত হলেও, সেই যুগে ছিল হুগলি জেলার অন্তর্ভুক্ত

পলাশীর যুদ্ধ হয়েছিল

(a) 1757 সালে (b) 1758 সালে c ) 1857 সালে (d) 1858 সালে

উত্তর : (a) 1757 সালে

ব্যাখ্যা: বাংলার নবাব সিরাজউদ্দৌলা সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশীর যুদ্ধ 1757 সালের জুন 23 তারিখে সংঘটিত হয়েছিল এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়

নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় ?

() মেদিনীপুর

(c) মুজাফ্ফরপুর

(b) দমদম সেন্ট্রাল জেল

(d) প্রেসিডেন্সি জেল, কলকাতা

উত্তর : (c) মুজাফফরপুর

ব্যাখ্যা: 1908 সালের 11 আগস্ট মুজফফরপুর যড় যন্ত্র মামলায় ফাঁসি হয় সর্ব কনিষ্ঠ এই মহাবিপ্লবীর ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় সংশোধনাগারে, বর্তমানে সেই কারাগারের নাম বদলে বিপ্লবী ক্ষুদিরাম বসুর নামেই নামকরণ করা হয়েছে

ভূগোল

নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত-বাংলাদেশ সীমানারেখা অতিক্রম করে না?

(a) গঙ্গা

 (b) তিস্তা (c) আত্রেয়ী

(d) দামোদর

উত্তর : (d) দামোদর

ব্যাখ্যা: দামোদর নদ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত একটি নদী

পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে?

(a) 21 (b) 19

 (c) 24 (d) 22

উত্তর : (d) 22

ব্যাখ্যা: 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি পূর্বতন দেশীয় রাজ্য কোচবিহার একটি জেলা রূপে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1954 খ্রিষ্টাব্দে পূর্বতন ফরাসি উপনিবেশ চন্দননগর হুগলি জেলার একটি অংশ রূপে যুক্ত হয় বর্তমানে পশ্চিমবঙ্গ 5টি বিভাগ 23টি জেলায় বিভক্ত

 ফিজি' রাষ্ট্রের অবস্থান-

(a) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে

(b) উত্তর আটলান্টিক অঞ্চলে

(c) উত্তর আফ্রিকায়

(d) দক্ষিণ আমেরিকায়

উত্তর : (a) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে

ব্যাখ্যা: ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র

নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি Union Territory নয় ?

(a) চণ্ডীগড়

(c) পুরে

 (b) আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ

(d) ত্রিপুরা

উত্তর : (d) ত্রিপুরা

ব্যাখ্যা : 1972 সাল থেকে ত্রিপুরা একটি পূর্ণঙ্গরাজ্যে পরিণত হয়েছে

সংবিধান

সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুন্ন হয়েছে?

(a) মণিপুর (b) জম্মু এবং কাশ্মীর (c) নাগাল্যান্ড (d) সিকিম

উত্তর : (b) জম্মু এবং কাশ্মীর

ব্যাখ্যা : 370 ধারা সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছিল 1949 সালের 17 অক্টোবর এই ধারা বলে জম্মু-কাশ্মীরকে ভারতীয় সংবিধানের আওতামুক্ত রাখা হয় (অনুচ্ছেদ ব্যতিরেকে) এবং ওই রাজ্যকে নিজস্ব সংবিধানের খসড়া তৈরির অনুমতি দেওয়া হয় এই ধারা বলেও ওই রাজ্যে সংসদের ক্ষমতা সীমিত

 

 

প্রাচীন ভারতের গ্রন্থের নাম রচয়িতার নাম

যুক্তিকল্পতরু- ভোজ

বৃহৎকথামঞ্জরী- ক্ষেমেন্দ্র

মুদ্রারাক্ষস, দেবীচন্দ্রগুপ্তম, ললিত বিস্তার, বজ্রসূচী, সূত্রালঙ্গার, - বিশাখদত্ত

সৌন্দরানন্দ, সারিপুত্র-প্রকরণ, বুদ্ধচরিত -অশ্বঘোষ

চরকসংহিতা -চরক

শতসহলিকা-প্রজ্ঞাপারমিতা, মাধ্যমিক সূত্র, রস-রত্নাকর -নাগাৰ্জ্জুন

সুশ্রুত সংহিতা- সুশ্ৰুত

বৃহৎসংহিতা, পঞ্চ সিদ্ধান্তিকা -বরাহমিহির

মত্তবিলাস প্রহসন- মহেন্দ্ৰ বৰ্মন

দানসাগর, অদ্ভুতসাগর, উত্তর সাগর, প্রতিষ্ঠাসাগর- বল্লাল সেন

রামচরিত-সন্ধ্যাকর নন্দী

পবনদূত- ধোয়ী

চন্দ্রচূড়চরিত-উমাপতিধর

পঞ্চতন্ত্র- বিষ্ণুশর্মা

দায়ভাগ- জীমূতবাহন

মিলিন্দ পঞ্চহো -নাগসেন

মহাভাষ্য- পতঞ্জলি

রত্নাবলি, প্রিয়দর্শিকা, নাগানদ - হর্ষবর্ধন

অষ্টাধ্যায়ী- পাণিনি

অভিজ্ঞানশকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূত, কুমারসম্ভব - কালিদাস

স্বপ্নবাসবদত্তা - ভাস

কথাসরিৎসাগর- সোমদেব

মৃচ্ছকটিকম- শুদ্রক

 

দলাই লামার বাসস্থান কোথায়?

(a) মুসৌরী

(c) তাওয়াং

(b) রুমটেক মঠ

(d) ম্যাকলিওডগঞ্জ, ধৰ্মশালা

উত্তর : (d) ম্যাকলিওডগণ্ড, ধর্মশালা

 বালাকোট' জায়গাটির অবস্থান

(a) ভারতের উত্তর-পূর্বে

(b) পাকিস্তানের উত্তর-পশ্চিমে

(c) আফগানিস্তানে

(d) ইরান-আফগানিস্তান সীমান্তে

উত্তর : (b) পাকিস্তানের উত্তর-পশ্চিমে

ব্যাখ্যা : বালাকোট পাকিস্তানের খাইবার পাখতুন খোয়া প্রদেশের মনসেহ রাজেলার একটি শহর

নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন?

(a) যোগেন চৌধুরী

(c) রামকিংকর বেজ

 (b) নন্দলাল বসু

(d) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

উত্তর : (d) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

ব্যাখ্যা : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (23 জুলাই, 1898 সেপ্টেম্বর 14, 1971 ) বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক ছিলেন

পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে?

(a) পাটের তৈরি ব্যাগ  (c) কাগজের ব্যাগ

 (b) প্লাস্টিক ব্যাগ

(d) কাপড়ের ব্যাগ

উত্তর : (b) প্লাস্টিক ব্যাগ

রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হল

(a) হেলিকপ্টার

(c) ডুবো জাহাজ..

 (b) যুদ্ধ বিমান

(d) দূরপাল্লার ক্ষেপণাস্ত্র

উত্তর : (b) যুদ্ধ বিমান

ব্যাখ্যা : ভারত ফ্রান্স এর মধ্যে যুদ্ধ বিমান সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়

নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা ?

(a) নিরোশ

(c) মঞ্জু রানি

 (b) চাঁদ রাম

(d) দীপা কর্মকার

উত্তর : (c) মঞ্জু রানি

যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হল-

(a) সুইডেন (b) ব্রিটেন (c) রাশিয়া (d) আমেরিকা

উত্তর : (c) রাশিয়া

নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিল?

(a) বিল ক্লিন্টন

(c) কলিন পাওয়েল

 (b) বারাক ওবামা

(d) জর্জ বুশ (জুনিয়র)

উত্তর : (b) বারাক ওবামা

ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম

(a) নিকোলাস সারকোজি

(c) ইম্যানুয়েল ম্যাকরো

(b) জাঁ মনেট

(d) ফ্রাঁ হল্যান্ড

উত্তর : (c) ইম্যানুয়েল ম্যাকরো

লিওনেল মেসি কোন দেশের নাগরিক?

(a) ব্রাজিল (b) আর্জেন্টিনা (c) বলিভিয়া (d) পোর্তুগাল

উত্তর : (b) আর্জেন্টিনা

লোকসভায় আসন সংখ্যা কত?

(a) 540

(b) 543

(c) 545

(d) 550

উত্তর : (c) 545

ব্যাখ্যা: লোকসভা ভারতীয় সংসদে নিম্নকক্ষ এই কক্ষের প্রতিনিধিদের সর্বোচ্চ সংখ্যা 550 104 সংবিধান সংশোধনের মাধ্যমে দুই জন অ্যাংলো ইন্ডিয়ানের মনোনয়ন বাতিল করা হয়

ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন

(a) ভারতীয় সেনাবাহিনী

(b) সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF)

(c) কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ (CRPF)

(d) Indo-Tibetan Border পুলিশ

উত্তর : (b) সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF)

ব্যাখ্যা: বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারত সরকারের একটি সীমান্ত প্রহরীসংস্থা 1965 সালের ডিসেম্বর প্রতিষ্ঠিত এই সংস্থা ভারতের আধাসামরিক বাহিনীর একটি অংশ এবং এর প্রাথমিক দায়িত্ব হল শান্তির সময় ভারতের আন্তর্জাতিক সীমান্ত পাহারা দেওয়া আন্তদেশীয় অপরাধ প্রতিহত করা

জয়দীপ মুখার্জী কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন?

(a) টেনিস (b) ব্যাডমিন্টন

 (c) ক্রিকেট

(d) ফুটবল

উত্তর: (a) টেনিস

 

নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয় ?

 (a) বাংলাদেশ (b) মায়ানমার (c) শ্রীলঙ্কা (d) নেপাল

উত্তর : (b) মায়ানমার

ব্যাখ্যাঃ সার্কের প্রতিষ্ঠাতা সদস্য সমূহ হল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং 2007 সালে আফগানিস্তান সার্কের সদস্যপদ লাভ করে

নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় ?

(a) অষ্ট্ৰেলিয়া (b) স্কটল্যান্ড (c) বেলজিয়াম (d) স্পেন

উত্তর : (b) স্কটল্যান্ড

ব্যাখ্যাঃ 1706 সালেট্রিটি অব ইউনিয়ন' পাস করে ইংল্যান্ড স্কটল্যান্ড 'গ্রেট' ব্রিটেন' নামে এক রাষ্ট্রে পরিণত হয়

বর্তমানে চিনে হংকং ছাড়া আর কতগুলো SARs রয়েছে?

(a) 2

(b) 1

 (c) 3

(d) উপরের কোনোটিই নয়

উত্তর : (b) 1

ব্যাখ্যা : চীনে দুটি স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটি রিজিওন (SAR) আছে - হংকং SAR এবং ম্যাকাও সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে

(a) জেনেভায় (b) ওয়াশিংটনে (c) প্যারিসে (d) লন্ডনে

উত্তর : (a) জেনেভায়

ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনও ছিলেন না?

(a) প্রতিরক্ষা

(b) অর্থ

(c) রেল (d) বিদেশ

উত্তর : (c) রেল

প্রথম Asian games ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি হল- (a) জাকার্তা (b) নয়া দিল্লি (c) কলম্বো (d) ব্যাংকক

উত্তর : (b) নয়া দিল্লি

ব্যাখ্যা : 1951 সালে ভারতের নতুন দিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল

'The Third Pillar' বইটির লেখকের নাম

(a) অমর্ত্য সেন

(c) রঘুরাম রাজন

 (b) পদ্মা দেশাই

(d) জগদীশ ভগবতী

উত্তর : (c) রঘুরাম রাজন

যদি A : B = 2 : 3, B C = 4 : 5 এবং C D = 3 : 7 হয়, তবে A : B : C : D-এর অনুপাতটি হবে

উত্তর : (a) 8 : 12 : 15:35

একটি নৌকা 3 ঘণ্টায় স্রোতের প্রতিকূলে 9 km অথবা স্রোতের অনুকূলে 18 km যেতে পারে স্থির জলে নৌকার বেগ কত?

(a) 4 কিমি/প্রতি ঘণ্টায়

(b) 4 কিমি/প্রতি ঘণ্টায়

(c) 3 কিমি/প্রতি ঘণ্টায়

(d) 3.5 কিমি/প্রতি ঘণ্টায়

উত্তর : (b) 4 কিমি/প্রতি ঘণ্টায়

একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘণ্টায় এবং 12 ঘণ্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয়

(a) 5 = ঘন্টায় (b) 3 ঘন্টায় (c) 3-5 ঘন্টায় (d) ঘন্টায়

উত্তর : (a) 5 = ঘন্টায় ঘণ্টায়

পর পর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে, এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত ?

(a) 18

 (b) 15

(c) 20

(d) 16

উত্তর : (d) 16

দুটি সংখ্যার .সা.গু 315 এবং তাদের অনুপাত 5 : 7; তাদের গুণফল

(a) 2358 (b) 2538 (c) 2835 (d) 2853

উত্তর : (c) 2835

2019 সালে সাংবাদিকতায় ম্যাগসাসে পুরস্কার পেলেন

(a) স্বপন দাশগুপ্ত

(c) অর্ণব গোস্বামী

(b) রভীশ কুমার

(d) রবীন্দ্র কুমার

উত্তর : (b) রভীশ কুমার

নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় ?

(a) পিটার হ্যাঙ্কে

(c) ওন্না টোকারজুক

 (b) বব ডিলন

(d) সালমান রুশদি

উত্তর : (a) পিটার হ্যাঙ্কে

নীচে উল্লেখিত দেশগুলোর মধ্যে কোন দেশটি 2019- Cricket World Cup জয় করেছে ?

(a) দক্ষিণ আফ্রিকা (b) ইংল্যান্ড (c) নিউজিল্যান্ড (d) ভারত

 উত্তর : (b) ইংল্যান্ড

ব্যাখ্যা : লর্ডসে অনুষ্ঠিত 2019 সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড সুপার ওভারে নিউজিল্যান্ড কে হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয় 2023 সালের Cricket World Cap ভারতে অনুষ্ঠিত হচ্ছে

2016 সালে অলিম্পিক গেমস্ যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হল

(b) রিও-ডি-জেনেরো

 (a) লন্ডন

(c) মস্কো

(d) মেক্সিকো সিটি

উত্তর : (b) রিও-ডি-জেনেরো

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের বর্তমান সভাপতির নাম

(a) ক্রিস্টিন লাগার্দ

(c) জাঁ ক্লড জাকার

(b) ক্রিস্টিলিনা জর্জিভা

(d) ডোনাল্ড টাস্ক

উত্তর : (b) ক্রিস্টিলিনা জর্জিভা

2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়-

(a) ক্লায়েস্টচার্চ শহরে

(c) ব্রাডফোর্ডে

(b) কলম্বোতে

(d) জেরুজালেম শহরে

উত্তর : (b) কলম্বোতে

2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় (মহিলাদের একক) সেরার

সম্মান লাভ করেন-

(a) সানিয়া মির্জা.

(c) পি. ডি. ি

(b) সাইনা নেহয়াল

(d) নোজুমি ওকুহারা

উত্তর : (c) পি. ভি. সিন্ধু

Howdy Modi অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হল

 (a) লস্ এঞ্জেলস্ (b) নিউ ইয়র্ক (c) হিউস্টন (d) ওয়াশিংটন

উত্তর : (c) হিউস্টন

গ্রেটা থুনবার্গ হলেন-

(a) একজন অভিনেত্রী

(b) একজন টেনিস খেলোয়াড়

(c) আবহাওয়ার ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী

(d) একজন মানবাধিকার কর্মী

উত্তর : (c) আবহাওয়ার ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী

কোনো বস্তুর ক্রয়মূল্য বিক্রয়মূল্যের অনুপাত 10: 11 হলে, শতকরা লাভ কত ?

(a) 5%

(b) 10%

(c) 15%

(d) 20%

উত্তর : (b) 10%

Fill in the blank with an appropriate preposition from the list below:

He was successful -four days.

(a) on

(b) in

 (c) with

(d) of

Expl.: Successful takes 'in' after it.

Find the word which has the same meaning as 'Com- mence'-

(a) Announce (b) Commend (c) Begin (d) Comment

Expl.: Commence means to begin / start.

Complete the idiom by choosing the right word from the op- tions given below:

When Deepak could not solve the problem he decided to give.................

(a) off

(b) up (c) out (d) back

Expl.: 'To give up' means to avoid.

 

Replace the missing word with the right word from the op- tions below:

The man was so................that he believed that God Him- self had drunk the milk offered.

(a) credible (b) creditable (c) credulous (d) incredible

Expl.: 'Credulous' = one who easily believes something. Credible= something that can be believed.

Choose the correct form of the verb from the options given below:

He rushed to the hospital after he............the news.

(a) has heard

(c) has been hearing

(b) has been heard

(d) had heard

Expl.: When two verbs completed in the past, the verb that is completed first takes Past Perfect tense (had + past participle) and the latter takes Past Indefinite tense.

Fill in the blank with an appropriate preposition from the list below:

Sita and Meera quarrelled .......themselves.

(a) among (b) between (c) with (d) for

Expl.: There are two persons doing the verb. So it takes 'between' after quarrel. If there are more than two, it takes 'among'.

Replace the underlined verb with the most appropriate phrasal verbs

He decided to visit him at his home.

(a) Call for (b) Call on (c) Call up (d) Call off

Expl.: Demand = call for; Remember - call up; Withdraw = call off.

 

Fill in the blank with an appropriate preposition given be- low:

Ram was good... .........Chemistry.

(a) at

 (b) with (c) about (d) over

Expl.: Good at doing well/have excellence.

Change the following statement into an interrogative sentence:

You have had your dinner.

(a) Had you have your dinner?

(b) Have you had your dinner?

(c) What about your dinner, did you have it?

(d) Did you have your dinner?

Expl.: Rule auxiliary verb + subject + main verb + subject + rest of the sentence.

Fill in the blank with an appropriate preposition from the list below:

Rita's mother did not approve...................her returning home so late at night.

(a) for (b) on

(c) to (d) of

Expl.: Approve takes the preposition of after it.

Fill in the blank with an appropriate word from the list be- low:

Neither Lata nor Sujata.......present in class on 14th Octo- ber.

(a) were (b) are

(c) was (d) have been

Expl. If two subjects are joined with 'neither... nor' the verb agrees with the nearest subject. Here nearest subject is Sujata and it is singular.

Replace the missing word with the right word from the op- tions below:

All...............Alok were present during the meeting.

(a) except

 (b) expect

(c) exceed (d) accept

Expl.: Except exclude; Expect = hope; Exceed to go beyond;

Accept to admit, receive.

Choose the correct spelling from the options below:

(a) Exaggerate (b) Exagarate (c) Exaggarate (d) Exagerate

Find from below the word that means 'Essential':

(a) Unimportant (b) Irrelevant (c) Essence (d) Vital

Expl.: Essential = necessary/important = Vital; Irrelevant = inappro- priate; Essence = inherent nature.

Complete the idiom by choosing the right word from the options given below:

The old lady was murdered in cold..........

(a) ice (b) water (c) blood

(c) milk

Expl.: The reported speech is an assertive sentence. So changes are: said to told. "that' as linker, reported verbs to be changed to past perfect tense.

Change from Passive to Active Voice, choosing from the options below:

The crazy girl was laughed at.

(a) They laughed at the crazy girl.

(b) At the crazy girl they laughed.

(c) They were laughed at by the crazy girl.

(d) The crazy girl laughed at them.

Expl. In this passive voice the doer is omitted. Rule of voice change: Doer (they) + verb in past tense + existed preposition+ subject.

Find from below the word that means a plant that grows in hot-dry regions covered in spines but without leaves.

(a) Creeper (b) Cactus (c) Eucalyptus (d) Sugarcane

Expl.: Creeper plants that grow by creeping.

81. Choose from the list below the most appropriate word to fill in the blank:

A...................... is a person who gets things secretly and illegally into or out of a country.

(a) importer (b) criminal (c) smuggler (d) exporter

Expl.: Importer one who brings in something from foreign espe- cially for sale or trade; Criminal a person guilty of a crime. or braking a law; Exporter one who exports.

Find out the appropriate word, that befits the underlined part of the sentence:

The handkerchief was turned into a bird by the magician. (a) stuffed (b) put (c) transformed

(d) puffed

Expl.: Stuffed filled with; Puffed = swollen / inflated

Change from Active to Passive Voice, choosing from the options below:

The boys are flying kites in the sky.

(a) Kites are flying in the sky by the boys.

(b) In the sky, kites are flown by the boys.

(c) Kites are being flown by the boys in the sky. (d) The flying of kites in the sky is done by the boys.

Expl.: Rule of change = object + are (object is plural) + being + past participle tense of main verb+by+ subject/(its objective form).

Fill in the blank with an appropriate preposition listed be- low:

The tired hawker sat...............the tree.

(a) up (b) in (c) from (d) under

Expl.: To sit under = to sit in the shade of.

Choose the most appropriate word to fill in the blank: The examiner could not understand the candidate's hand. writing because it was..................

(a) distinct

(b) shining (c) stylish (d) illegible

Expl.: Illegible that cannot be read; Distinct = clear.

Replace the underlined word with the right alternative from the options given:

The time allowed for the work should have been adequate. (a) indefinite (b) subsequent (c) efficient (d) sufficient

Expl.: Adequate sufficient/ enough; Indefinite = without limit; Subsequent = coming after something: Efficient = skilled.

Complete the idiom by choosing the right word from the options given below:

His old shoes have stood him in good.... in his travels.

(b) years (c) price

(a) stead

(d) manner

Expl.: The phrase 'Good years' for a long time.

 

 


Post a Comment

0 Comments