কল্যাণী বিশ্ববিদ্যালয় অনুমোদিত প্যারামেডিক্যালের নানান কর্মমুখী কোর্সে ভর্তি
কল্যাণী বিশ্ববিদ্যালয় Institute of Paramedical Technology
and Optometry-08 নতুন অ্যাকাডেমিক সেশনে এই ১১টি কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে,
Ø ডিপ্লোমা ইন অস্টেমেট্রিকাল সায়েন্স অ্যান্ড অপথালমিক টেকনিক,
Ø ডিপ্লোমা ইন মেডি টেকনিক,
Ø ডিপ্লোমা ইন মেডিক্যাল রেডিওলজি টেকনিক
Ø ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি টেকনিক,
Ø ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনিক অ্যান্ড ওরাল হাইজিন
Ø ভিটেকনোলজি,
Ø ডিকেয়ার টেকনোলজি।
Ø ডিপ্লোমা ইন ইলেক্ট্রোকার্ডিওগ্রাফি
Ø টেকনিক অ্যান্ড পিএফটি
Ø ডিপ্লোমা ডায়ালিসিস টেকনিশিয়ান।
সবকটি কোর্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার সায়েন্স শাখার উচ্চমাধ্যমিক পাশ। তবে কমার্স ও আর্টস শাখার ছেলেমেয়েরাও আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে তাদের ১ বছরের একটি ব্রিজ কোর্স সিস্টেমেটি অ্যান্ড প্রি টেকনোলজি' মূল কোর্সের সাথে একই সঙ্গে করে নিতে হবে। প্রতিটি কোর্সের মেয়াদ ২ বছর ও ৬ মাসের ইন্টার্ণশিপ।
মাধ্যমিক যোগ্যতায় ভর্তি নেওয়া হচ্ছে এই কোর্সে :
(১) সার্টিফিকেট ইন কমিউনিটি মেডিক্যাল সার্ভিস অ্যান্ড এসেন্সিয়াল ড্রাগ,
(২) সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেকশন। দু'টি কোর্সের মেয়াদ ১ বছর ও ৬ মাসের ইন্টার্ণশিপ। এছাড়াও গ্র্যাজুয়েটদের জন্য চাকরির উপযোগী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স পড়ানো হয়।
সময়সীমা ১ বছর ও ৬ মাসের ইন্টার্ণশিপ। এই কোর্স করার পর দ্বারস্থাত্রীদের বেসরকারি ক্ষেত্র ছাড়াও সরকারি হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার পদে চাকরি পাওয়ার সুযোগ আছে।
ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাস্ক লোনের সুবিধা পাবে। কোর্স করার সময় পাবেন সরকারি স্কলারশিপ গ্রহণের সুযোগ। এছাড়াও রয়েছে মাসিক কিস্তিতে কোর্স কী দেওয়ার সুযোগ। জন্য আলো হোস্টেলের ব্যবস্থা আছে। কোর্স The West Bengal Allied Medical and
Para Medical Council-নাম নথিভুক্ত করতে পারবে। এখান থেকে পাশ করার পর ছেলেমেয়েদে পশ্চিমবঙ্গ বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতালে প্রচুর চাকরির সুযোগ রয়েছে রয়েছে স্বাধীন ব্যবসার সুযোগ।
ভর্তির জন্য যোগাযোগ করতে হবে এই ঠিকানায়:
Surjo institute of Paramedical Technology and Optometry
(SIPTO),
মেইন ক্যাম্পাসে কৃষ্ণার :
Webel IT Park. Kristinagar,
Nadia (Near Krishnagar Horticulture Office)
Ph.: 7602666688 7001279061
Madhupur Road
PO & PS Berhampore,
Dat Murshidabad
0 Comments