কল্যাণী বিশ্ববিদ্যালয় অনুমোদিত কৃষিবিজ্ঞান কোর্স করে প্রচুর চাকরি ও কর্মসংস্থানের সুযোগ কৃষ্ণনগর ও কল্যাণী

 

কল্যাণী বিশ্ববিদ্যালয় অনুমোদিত কৃষিবিজ্ঞান কোর্স করে প্রচুর চাকরি কর্মসংস্থানের সুযোগ কৃষ্ণনগর কল্যাণী

 


ভারত-সহ আন্তর্জাতিক বাজারে কৃষি-শিল্প সহযোগীক্ষেত্রে উপযুক্ত প্রশিক্ষিত পেশাদারের চাহিদা সর্বত্র। এই বৃহৎ কর্মক্ষেত্রের উপযোগী পেশাদার তৈরির লক্ষ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি নিয়ে শুরু হয়েছে কৃষিবিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সুসংহত ডিপ্লোমা পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স যা পশ্চিমবঙ্গে প্রথম। দক্ষ উদ্যোমী যুবসমাজকে আরো বৃহত্তর কর্মক্ষেত্রে নিজেকে প্রবেশ করানোর সুযোগ করে দেবে এই সুসংহত কোর্স সমূহ।

কল্যাণী বিশ্ববিদালয় স্বীকৃত Susrijo Institute of Agricultural Science, Technology and Management- নতুন শিক্ষাবর্ষে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ শিক্ষার্থীদের জন্য এই ৬টি কৃষিবিজ্ঞানের কর্মমুখী কোর্সে ভর্তি নেওয়া শুরু হয়েছে :

() ডিপ্লোমা ইন ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি (D.V.S.A.H)

 

সময়সীমা : বছর সঙ্গে মাস ইন্টার্ণশিপ।

যোগ্যতা : উচ্চমাধ্যমিক পাশ।

 

() ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচারাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট (D.A.S.M)

সময়সীমা : বছর সঙ্গে মাস ইন্টার্ণশিপ।

যোগ্যতা : উচ্চমাধ্যমিক পাশ।

 

() পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্রপ প্রোডাকশন অ্যান্ড প্ল্যান্ট হেল্থ ম্যানেজমেন্ট (P.G.D.C.P.P.H.M)

 

সময়সীমা : বছর সঙ্গে মাস ইন্টার্ণশিপ।

 

যোগ্যতা : যে কোনো শাখার গ্র্যাজুয়েট।

() পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাগ্রি বিজনেস ম্যানেজমেন্ট (P.G.D.A.B.M)

সময়সীমা : বছর। যোগ্যতা : যে কোনো শাখার গ্র্যাজুয়েট।

 

() সার বীজের সরকারি লাইসেন্সের জন্য ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচারাল সায়েন্স ফর ইনপুট ডিলার্স (D.A.S.I)

 

সময়সীমা : বছর।

 

যোগ্যতা : মাধ্যমিক পাশ।

 

() সার্টিফিকেট ইন মাশরুম কাল্টিভেশন অ্যান্ড স্পন প্রোডাকশন (C.M.C.S.P)

 

সময়সীমা : মাস।

 

যোগ্যতা : মাধ্যমিক পাশ।

 

                                     কোর্সের শেষে ছাত্রছাত্রীদের সুবিধামতো বেসরকারি, দেশীয় আন্তর্জাতিক কৃষি-শিল্প সহযোগী কোম্পানিতে ইন্টার্ণশিপের ব্যবস্থা করা হয়। সব কোর্সের ক্ষেত্রেই কল্যাণী বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব পাঠ্যক্রম নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করে সফল পরীক্ষার্থীদের মার্কশীট আর শংসাপত্র প্রদান করে।

উল্লেখযোগ্য বিষয় :

() কোর্স শেষে সার্টিফিকেট দেবে কল্যাণী বিশ্ববিদ্যালয়।

() সরকারি অধীনস্ত দপ্তরে আছে চাকরির সুযোগ।

() বেসরকারি দেশীয় / আন্তর্জাতিক কৃষি-শিল্প সহযোগী কোম্পানিতে বিভিন্ন পদে চাকরির সুযোগ।

() এখানে আছে অত্যন্ত আধুনিক মানের ল্যাবরেটরি-সহ উপযুক্ত পরিকাঠামো।

() শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন আধুনিক পরিকাঠামোযুক্ত কৃষিফার্ম।

() বিশিষ্ট অধ্যাপকমন্ডলী পরিচালিত পাঠ্যক্রম।

() বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট আধিকারিক, অধ্যাপক বহুজাতিক কোম্পানির উচ্চপদাধিকারী ব্যক্তিগণ পরিচালিত প্রফেশনাল গ্রুমিয়ের সুবিধা।

() কোর্স শেষে থাকবে ১০০% নিয়োগ সহায়তা। এছাড়াও ছাত্রছাত্রীরা একানে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক লোনের সুবিধা পাবে।

 

কোর্স করার সময় ছাত্রছাত্রীরা পাবেন সরকারি স্কলারশিপ গ্রহণের সুযোগ। এছাড়াও রয়েছে মাসিক কিস্তিতে কোর্স ফী দেওয়ার সুযোগ। দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা আছে।

তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি কিছুটা অভিনব এইসব চাকরির জন্য ভর্তি হতে পারেন কল্যাণী বিশ্ববিদ্যালয় স্বীকৃত এই প্রতিষ্ঠানে। ভর্তির জন্য যোগাযোগ করতে হবে এই ঠিকানায়:

Susrijo Institute of Agricultural Science,

Technology and Management (SIASTM).

মেইন ক্যাম্পাস কৃষ্ণনগর :

WEBEL IT PARK,

Krishnagar,

Nadia (Near Krishnanagar Horticulture Office)

(চার গেট, কোম্পানি বাগানের নিকট),

ফোন : 7001279061, 7602656588..

কল্যাণী স্টাডি সেন্টার :

B-15/54, Ward No. 15,

P.O & PS - Kalyani,

Dist. - Nadia,

Pin-741235.

ফোন : 9830781967, 7278735224.

Web : www.siastm.org

Email : siastm2020@gmail.com

 

 

Post a Comment

0 Comments