রাজ্য শিক্ষানীতি | State Education Policy (WBSEP), 2023

 

রাজ্য শিক্ষানীতি | State Education Policy (WBSEP), 2023

রাজ্য শিক্ষানীতি : 2035 সালের মধ্যে শিক্ষাব্যবস্থায় আমূল বদল ঘটানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে এই শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতির কিছু প্রস্তাব যেমন গ্রহণ করা হয়েছে, তেমনই নিজেদের তৈরি করা কমিটিতে আলোচনা করে কিছু পদক্ষেপ করা হয়েছে এই শিক্ষানীতিতে।

শিক্ষাবিদদের নিয়ে তৈরি করা কমিটিতে সব প্রস্তাব নিয়ে আলোচনার পরই রাজ্যের নতুন শিক্ষানীতি তৈরি করা হয়েছে।

রাজ্য শিক্ষানীতি (State Education Policy – WBSEP, 2023) -এর সুপারিশ

রাজ্য শিক্ষানীতি অনুসারে বিদ্যালয় শিক্ষা কাঠামো

পূর্ববর্তী শিক্ষা কাঠামো :  5 + 4 + 2 + 2 অর্থাৎ

শুরুতে এক বছর প্রাক-প্রাথমিক (Pre-Primary) সহ প্রথম শ্রেণি থেকে চতূর্থ শ্রেণি পর্যন্ত প্রাথমিক (Primary) শিক্ষা।

পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চার বছর উচ্চ-প্রাথমিক (Upper Primary) শিক্ষা।

নবম দশম শ্রেণিএই দুই বছর মাধ্যমিক (Secondary) শিক্ষা।

একাদশ দ্বাদশ শ্রেণিএই দুই বছর উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) শিক্ষা।

রাজ্য শিক্ষানীতি অনুযায়ী শিক্ষা কাঠামো :  2 + 1 + 4 + 4 + 2 + 2 অর্থাৎ

3 বছর থেকে 5 বছর বয়স পর্যন্ত দুই বছর অঙ্গনওয়াড়ি (Anganwadi) শিক্ষা।  

5 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত এক বছর প্রাক-প্রাথমিক (Pre-Primary) শিক্ষা।

6 বছর থেকে 10 বছর বয়স পর্যন্ত চার বছর প্রাথমিক (Primary) শিক্ষা অর্থাৎ প্রথম শ্রেণি থেকে চতূর্থ শ্রেণি পর্যন্ত।

10 বছর থেকে 14 বছর বয়স পর্যন্ত চার বছর উচ্চ-প্রাথমিক (Upper Primary) শিক্ষা অর্থাৎ পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত।

14 বছর থেকে 16 বছর বয়স পর্যন্ত দুই বছর মাধ্যমিক (Secondary) শিক্ষা অর্থাৎ নবম দশম শ্রেণি।

16 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত দুই বছর উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) শিক্ষা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণি।


প্রাক-প্রাথমিক শিক্ষা এবং শিশুদের যত্ন (Early Childhood Care and Education – ECCE)

এই স্তরে শিশু বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ICDS (Integrated Child Development Services) এর অন্তর্গত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি এই কাজের জন্য উপযুক্ত। বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি প্রাথমিক বিদ্যালয়, সরকারি বাড়ি, পঞ্চায়েত অফিসের রুম বা বেসরকারি পাকা বাড়িতে আছে। যেসমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বেসরকারি বাড়ি বা ভাড়ার বাড়িতে চলছে সেগুলিকে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সহাবস্থানে আনার জন্য এই শিক্ষানীতিতে বলা হয়েছে। যদি তা সম্ভব না হয় তবে পাশাপাশি দুই-তিনটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পঠনপাঠনের পরামর্শদাতা হিসাবে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য গাইডলাইন তৈরি করবে বিদ্যালয় শিক্ষা দপ্তর (SED) এবং নারী শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর (WCD & SW) শিশুর স্বাস্থ্য পুষ্টি বিষয়ে পরামার্শ দেবে WCD এবং পড়াশোনার গাইডলাইন দেবে SED প্রাক-প্রাথমিকের সঙ্গে প্রাথমিকের ধারাবাহিকতা রেখে পাঠক্রম তৈরি করা হবে।  

সকল পড়ুয়ার জন্য একটি ‘ইউনিক আইডেন্টেটি কার্ডতৈরি করা হবে। ওই কার্ডের সঙ্গে থাকবে মেমোরি চিপ। তাতে অঙ্গনওয়াড়ি শিক্ষা থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পডুয়াদের পরীক্ষার ফলাফল নথিবদ্ধ করা থাকবে।

প্রাথমিক শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত থাকবে। এই স্তরে বাচ্চাদের শেখার বিভিন্ন ক্ষেত্র অন্বেষণ করার পাশাপাশি শেখার প্রতি ভালোবাসা তৈরি করতে উত্সাহিত করা হবে। তাদের সাক্ষরতা এবং সংখ্যার দক্ষতার পাশাপাশি তাদের বৈজ্ঞানিক সৃজনশীল চিন্তাভাবনা বিকাশের সুযোগ দেওয়া হবে।

স্কুল শিক্ষা বিভাগ ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি (FLN) এর সার্বজনীনকরণের প্রক্রিয়া শুরু করেছে এবং একটি বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করেছে। 2025 সালের মধ্যে FLN -এর সার্বজনীনকরণের জন্য “দক্ষ বাংলা” (Daksha Bangla) নামে একটি প্রচারাভিযান চালু করা হবে।

শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা বাড়ানোর জন্য স্কুলগুলিকে অন্যান্য কার্যক্রম গ্রহণ করতে হবে। যেমন

আনন্দ পারিসর (Anand Parisar) – সফট স্কিল বাড়ানোর জন্য।

গ্রাজুয়েশন শিরোমনি (Graduation Ceremony) – পরবর্তী ক্লাসে উন্নীত হওয়ার সময় শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর জন্য।

এছাড়াও ক্যুইজ, সৃজনশীল লেখা, বক্তৃতা, বিতর্ক, গল্প বলা ইত্যাদি।

ইংরেজি বা অন্য মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলা পড়াতে হবে। সেই অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করতে হবে।

উচ্চ-প্রাথমিক (Upper Primary) শিক্ষা

উচ্চ-প্রাথমিক শিক্ষা বলতে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাকে বোঝায়। এই স্তরে ছাত্রছাত্রীদের তিনটি ভাষা পড়তে হবে।

প্রথম ভাষা : বিদ্যালয়ে পাঠ দান যে ভাষার মাধ্যমে হয়।  হবে

দ্বিতীয় ভাষা : ইংরেজি বাদে অন্যান্য মাধ্যমের বিদ্যালয়ের ক্ষেত্রে ইংরেজি অথবা প্রথম ভাষা বাদে অন্য কোনো ভাষা।

তৃতীয় ভাষা : প্রথম ভাষা দ্বিতীয় ভাষা বাদে অন্য যেকোনো।

ছাত্রছাত্রীদের Field Trip Summer Project - অংশ নিতে হবে। এছাড়াও আছে আনন্দ পারিসর (Anand Parisar), গ্রাজুয়েশন শিরোমনি (Graduation Ceremony), শিশু সংসদ (Shishu Sansad), ক্যুইজ, সৃজনশীল লেখা, বক্তৃতা, বিতর্ক, গল্প বলা ইত্যাদি।

Pupil-Teacher Ratio (PTR) ঠিক রাখার জন্য শিক্ষকদের ট্রান্সফার হতে পারে।

মাধ্যমিক (Secondary) শিক্ষা

মাধ্যমিক শিক্ষা বলতে নবম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষাকে বোঝায়। অষ্টম শ্রেণি থেকেই ধাপে ধাপে সেমেস্টার পদ্ধতি চালু করা যেতে পারে।

ছাত্রছাত্রীদের Field Trip Summer Project - অংশ নিতে হবে। এছাড়াও আছে আনন্দ পারিসর (Anand Parisar), গ্রাজুয়েশন শিরোমনি (Graduation Ceremony), শিশু সংসদ (Shishu Sansad), ক্যুইজ, সৃজনশীল লেখা, বক্তৃতা, বিতর্ক, গল্প বলা ইত্যাদি।

Pupil-Teacher Ratio (PTR) ঠিক রাখার জন্য শিক্ষকদের ট্রান্সফার হতে পারে।

উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) শিক্ষা

উচ্চ-মাধ্যমিক শিক্ষা বলতে একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাকে বোঝায়।

একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সেমেস্টার পদ্ধতি চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 2024 শিক্ষাবর্ষে যে সব পড়ুয়া একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তারা এই নিয়মের আওতায় পড়বে। সেমেস্টার পদ্ধতিতে মূল্যায়ন করে প্রথম ফলাফল ঘোষণা হবে 2026 সালে। দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টার, যা নভেম্বরে হবে, তাতে MCQ -এর মাধ্যমে মূল্যায়ন করার ভাবনা রয়েছে সংসদের।

 

Post a Comment

0 Comments