ইন্টারভিউয়ের মাধ্যমে এয়ারপোর্টে নিয়োগ, ১২ হাজার টাকা মাসিক বেতন

 


ইন্টারভিউয়ের মাধ্যমে এয়ারপোর্টে নিয়োগ, ১২ হাজার টাকা মাসিক বেতন

AI এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফে কলকাতার নেতাজি সুভাষ বোস এয়ারপোর্টে প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এখানের নিয়োগটি চুক্তি ভিত্তিক হবে। কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। 

নোটিশের বিস্তারিত তথ্য

নোটিশ নং- AIASL/HRD/ER/01/CCU/059

নোটিশ প্রকাশের তারিখ- 25.01.2024

যে পদে নিয়োগ করা হবে

প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট / Passenger Service Agents

শূন্যপদ

এখানে মোট 100 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

নোটিশে উল্লেখ করা হয়নি।

মাসিক বেতন

মাসিক 12,000 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের। তবে এছাড়া কোনো ভাতা এবং জয়েনিং বোনাস দেওয়া হবে না।

নিয়োগ পদ্ধতি

ফিজিক্যাল টেস্ট এবং ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীকে নিয়োগ করা হবে।

নিয়োগের সময়সীমা

মোট 11 মাসের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউটগুলিকে এখানে যোগ্য প্রার্থীদের নাম, বয়স, যোগ্যতা এবং যোগাযোগের বিশদ বিবরণ কোম্পানির লেটার হেডে লিখে সেটি মেলের মাধ্যমে সংস্থার অফিসে পাঠাতে বলা হয়েছে। এখানে প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না।

আবেদন পাঠানোর ইমেল আইডি

erhr_incharge@aiasl.in এবং hrd.ccu@aiasl.in

আবেদনের সময়সীমা

03.02.2024 তারিখের মধ্যে প্রার্থীদের আবেদন পত্র নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে।

Post a Comment

0 Comments