৮৩৬
শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়োগ, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
সেন্ট্রাল
ইনডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হবে। দেশের সমস্ত যোগ্য মহিলা এবং পুরুষরা এখানে আবেদন জানাতে পারবেন। প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনে।
নিয়োগের
বিস্তারিত তথ্য
নোটিশ
নং- E-32017/ASI/Exe(LDCE)-2023/RECTT
নোটিশ
প্রকাশের তারিখ- 12/01/2024
যে
পদে নিয়োগ করা হবে
অ্যাসিস্ট্যান্ট
সাব ইন্সপেক্টর / Assistant Sub
Inspector (Exe)
শূন্যপদ
এখানে
836 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
ক্লিন
রেকর্ড এবং গ্র্যাজুয়েট হতে হবে প্রার্থীদের। এরই সাথে, এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কনস্টেবল, হেড কনস্টেবল পদে CISF এ নূন্যতম 5 বছরের
কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
যোগ্যতা
পূরণ করা যেসব প্রার্থীদের বয়স 35 বছরের মধ্যে, তারাই এখানে আবেদন করতে পারবেন।
নিয়োগ
পদ্ধতি
লিমিটেড
ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন বা সংক্ষেপে LDCE এর
মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।
আবেদন
পদ্ধতি
এখানে
প্রথমে প্রার্থীদের cisf এর অফিসিয়াল ওয়েবসাইটে
গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রটি ফের পাঠাতে হবে অফলাইনে। এর জন্য পূরণ
করা আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।
সাথে
সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন
পাঠাবার ঠিকানা
DIsG/RRCs (i.e., DIG(NZ-I) New
Delhi, DIG(SZ-1) Chennai, DIG(WZ) Mumbai, DIG/RRC 2ND RB Ranchi, DIG(NEZ-II)
Kolkata।
আবেদনের
সময়সীমা
এখানে
অনলাইনে আবেদন শেষ হবে 02/02/2024 তারিখ।
অফলাইনে
আবেদন পাঠাবার শেষ দিন 15/02/2024।
অফিসিয়াল
নোটিশ: https://kajkarmo.com/wp-content/uploads/2024/01/CISF-Recruitment-2024-Apply-Online-for-836-Assistant-Sub-Inspector-Notification_compressed.pdf
অফিসিয়াল
ওয়েবসাইট: https://www.cisf.gov.in/
0 Comments