WB Primary Teacher Salary: পশ্চিমবঙ্গে প্রাইমারি শিক্ষকদের মাসিক বেতন কত?

 

WB Primary Teacher Salary: পশ্চিমবঙ্গে প্রাইমারি শিক্ষকদের মাসিক বেতন কত?

 

ভারতবর্ষের অন্যান্য অনেক রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে জীবনধারণের খরচ অনেকটাই কম। এই বিষয়টি মাথায় রেখে বাংলার প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো জানলে আপনার চোখ রীতিমত কপালে উঠে যাবে। আর তখনই বুঝতে পারবেন কেন রাজ্যের শিক্ষিত চাকরিপ্রার্থীদের একটা বড় অংশ উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে টেট পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষক হতে চায়।

আদালতে স্থগিতাদেশের কারণে থমকে থাকলেও খুব দ্রুত হয়তো প্রায় সাড়ে ১১ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্য সরকারের তরফ থেকে স্বশাসিত প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের সরকারি সরকার পোষিত প্রাথমিক স্কুলগুলোর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে। 

প্রাইমারি শিক্ষকদের বেতন

(1) চাকরিতে ঢুকেই বাংলার একজন প্রাথমিক শিক্ষক মূল বেতন পান ২৮,৯০০ টাকা।

(2এই মূল বেতনের সঙ্গে যুক্ত হয় ১২% বাড়ি ভাড়া ভাতা। সেই সঙ্গে যোগ হয় চিকিৎসা ভাতাও।

(3) এছাড়াও রাজ্য সরকারের অন্যান্য কর্মচারীদের মত প্রাথমিক শিক্ষকরাও % হারে ডিএ পেয়ে থাকেন। সেটাও বেতনের সঙ্গে যুক্ত হয়।

(4) এর ফলে বাড়ি ভাড়া ভাতা বা HRA বাবদ প্রাথমিক শিক্ষকরা পান,৪৬৮ টাকা।

(5) চিকিৎসা ভাতা- ৫০০ টাকা।

(6) ডিএ বাবদ- ৮৬৭ টাকা।

(7) সব মিলিয়ে মূল বেতনের সঙ্গে এগুলো যোগ করলে একজন সদ্য চাকরিতে যোগ দেওয়া প্রাথমিক শিক্ষকের মোট প্রাপ্ত বেতন দাঁড়ায়- ৩৩,৭৩৫ টাকা।

তবে হাতে অর্থাৎ অ্যাকাউন্টে প্রাথমিক শিক্ষকরা এই পরিমাণ টাকা প্রতিমাসে পান না। নির্দিষ্ট কয়েকটি কারণে এর থেকে কিছুটা টাকা কেটে নেওয়া হয়। এবার সেগুলো দেখুন-

GPF বাবদ বেতন থেকে কাটা হয়- ,৭৩৪ টাকা।

GSLI বাবদ কাটা হয়- ৬০ টাকা।

প্রফেশনাল ট্যাক্স হিসেবে কাটা হয়- ১৫০ টাকা।

সব মিলিয়ে ,৯৪৪ টাকা প্রাথমিক শিক্ষকদের মোট প্রাপ্ত বেতন থেকে ডিডাকশন বা কেটে নেওয়া হয়।

এরফলে সদ্য চাকরিতে যোগ দেওয়া একজন প্রাথমিক শিক্ষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিমাসে ঢোকে– ৩১,৭৯১ টাকা।

তবে সময় যত যাবে অর্থাৎ যত বেশি দিন চাকরি করবেন ততই প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়তে থাকবে। বর্তমানে অবসর নেওয়ার সময় অনেক প্রাথমিক শিক্ষকের বেতন প্রায় লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে যায়।

 

Post a Comment

0 Comments