নার্সিং ট্রেনিংয়ে আর থাকল না বয়সের ঊর্ধ্বসীমা, বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য দফতর

 

নার্সিং ট্রেনিংয়ে আর থাকল না বয়সের ঊর্ধ্বসীমা, বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য দফতর

স্বাস্থ্য দফতরের নতুন এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএসসি নার্সিং, এএনএম, জিএনএম অথবা এমএস সি নার্সিং - ভর্তি হওয়ার জন্য আর বয়েসের কোনও ঊর্ধ্বসীমাথাকবে না

এবার নার্সিং ট্রেনিংয়ের বয়সের ঊর্ধ্বসীমা আর থাকল না বয়সের জন্য নার্সিং পাঠক্রমের থেকে কেউ বঞ্চিত হবেন না এমনই বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর

স্বাস্থ্য দফতরের নতুন এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএসসি নার্সিং, এএনএম, জিএনএম অথবা এমএস সি নার্সিং ভর্তি হওয়ার জন্য আর বয়েসের কোনও ঊর্ধ্বসীমাথাকবে না যদিও নার্সিং কলেজে ভর্তির ক্ষেত্রে আগের সব নিয়ম মেনে হবে

বিষয়ে নার্সেস ইউনিটির রাজ্য সম্পাদিকা ভাস্বতি মুখোপাধ্যায় জানান, ‘একজন ২১ বছরের পড়ুয়াকে পড়াশোনার পাশাপশি প্রাক্টিকালও করতে হয় তাহলে বেশি বয়সে এসে কি তাঁরা সেগুলি করতে পারবেন? এছাড়াও ৪০ বছরের উপরে হলে সরকারি চাকরি কি পাবেন তাঁরা? শিক্ষার পর এবার স্বাস্থ্য ক্ষেত্রটিকেও খারাপ করতে চাইছে সরকার

রাজ্য স্বাস্থ্য দফতরের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, কিছু ছাত্রী তো সত্যি বয়সের কারণে ইচ্ছে থাকলেও কোর্স করতে পারেন না তবে সেই দিক থেকে রাজ্য সরকার একটা পথ খুলে দিল ভাল ভাবে নার্সিং ট্রেনিং নিয়ে যে কোনও সরকারি অথবা বেসরকারি হাসপাতালে চাকরির সুযোগও তাঁরা পাবেন

Post a Comment

0 Comments