ANM ও GNM পরীক্ষা কবে হবে? জানিয়ে দিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড

 


ANM GNM পরীক্ষা কবে হবে? জানিয়ে দিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে ANM এবং GNM পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হল। বোর্ডের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ স্কুলে নার্সিং কোর্সে ভর্তির জন্য OMR ভিত্তিক এই কমন এন্ট্রান্স টেস্টের সম্ভাব্য তারিখ হতে চলেছে 14 জুলাই, রবিবার। আগ্রহী এবং ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন কবে শুরু হবে সেই বিষয়ে শীঘ্রই বোর্ড ঘোষণা করবে।

কোন কোন কোর্সে ভর্তি হওয়া যাবে?

রাজ্য জয়েন্ট বোর্ডের নেওয়া এই প্রবেশিকা পরীক্ষায় পাশ করলে রাজ্যের বিভিন্ন কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে নার্সিং নিয়ে পড়তে পারবেন পড়ুয়ারা। বর্তমানে এই পরীক্ষা থেকে 2 বছরের অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি (ANM) এবং 3 বছরের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (GNM)- ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।

যোগ্যতা

যে কোনও স্বীকৃত বোর্ড থেকে অন্তত 40 শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। এছাড়াও, উচ্চমাধ্যমিকে ইংরেজি বিষয় নিয়ে পড়ে থাকতে হবে। যেসব পড়ুয়ারা 2024 সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবে, তারাও এখানে আবেদন করতে পারবে।

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে 17 থেকে 35 বছরের মধ্যে। বয়সের হিসেব হবে 31 ডিসেম্বর 2024 ধরে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা, সরকারি নিয়ম অনুসারে বয়স ছাড় পাবেন।

আবেদন মূল্য

সাধারণ প্রার্থীদের আবেদন মূল্য বাবদ 400 টাকা এবং বাকি প্রার্থীদের আবেদন মূল্য বাবদ 300 টাকা দিতে হবে।

এই পরীক্ষার জন্য প্রার্থীদের শুধমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে প্রথমে। ওয়েবসাইটটি হল www.wbjeeb.nic.in এখানে গিয়ে প্রার্থীদের নিজেদের মোবাইল এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সাথে নিজেদের তথ্য দিতে হবে।

পরবর্তীতে রেজিস্ট্রার্ড মোবাইল নম্বর এবং ইমেড আইডি-তে পরীক্ষা বা সে সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠানো হবে। ফলে এগুলি যথাযথ না থাকলে পড়ুয়ারা তথ্য পেতে সমস্যায় পড়তে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, ANM কোর্সে কেবল মাত্র মহিলারা আবেদন করতে পারবেন এবং GNM কোর্সে মহিলা, পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পরীক্ষার সিলেবাস

পরীক্ষায় 6 টি বিষয় থেকে প্রশ্ন আসে। বিষয়গুলো হল :

1) Life Science

2) Physical Science

3) Math

4) Logical Reasoning

5) English Grammar

6) General Knowledge

Post a Comment

0 Comments